টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

খেলাধুলা | 4 weeks ago | CapitalNews
card image

শিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বেশ বড় ব্যবধানে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই হয়ে গেছে বাঁচা-মরার লড়াই।

এ ম্যাচ জিতলেও অবশ্য পাওয়া যাবে না সুপার ফোর খেলার নিশ্চয়তা। তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে।

এমন কঠিন সমীকরণের ম্যাচে পাকিস্তানের লাহোরে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কার ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনার কথা জানিয়েছেন তিনি। ওয়ানডে ফরম্যাটে অভিষেক হচ্ছে শামীম পাটোয়ারীর। এছাড়া হাসান মাহমুদ ও আফিফ হোসেন একাদশে ফিরেছেন। তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান বাদ পড়েছেন।

এমনিতে লাহোরের উইকেটে রান হয়, তবে আজকের পিচে বোলাররাও কিছু সাহায্য পাবেন; এমন জানানো হয়েছে পিচ রিপোর্টে। টস জিতলেও তারাও ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন হাশমাতুল্লাহ শাহিদী। সাকিব আল হাসানের চাওয়া, ব্যাট হাতে বড় রান করার।

বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদী, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, কারিম জিনাত, রশিদ খান, ফজল হক ফারুকী ও মুজিব উর রহমান।