অবাধ, সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকারে জোর
রাজনীতি | 3 months ago | CapitalNews
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারের ধারাবাহিকতায় ঢাকা সফর করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রভাবশালী কর্মকর্তা ডেরেক শোলে।
যুক্তরাষ্ট্র মনে করে, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। মানবাধিকার সুরক্ষায় জোর দেওয়ার পাশাপাশি ভিন্নমতাবলম্বীরা যাতে হেনস্তার শিকার না হয়, সেটাও গুরুত্বের সঙ্গে দেখে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে গতকাল বুধবার সরকার ও সরকারের বাইরে বিভিন্ন পর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রের এমন মনোভাবের কথা তুলে ধরেছেন।
ডেরেক শোলে দুই দিনের সফরে গত মঙ্গলবার ঢাকায় আসেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের উপদেষ্টাও। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারের ধারাবাহিকতায় ঢাকা সফর করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রভাবশালী এই কর্মকর্তা। গত মাসে মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের এক মাসের মাথায় বাংলাদেশে এলেন ডেরেক শোলে।