বিপিএলের মতো লিগ নিয়েই এখন ব্যস্ততা প্রিটোরিয়াসের

খেলাধুলা | 3 months ago | CapitalNews
card image

ফরচুন বরিশালের দুই কোচ মিজানুর রহমান ও তালহা জুবায়ের মাঠের এক পাশে দাঁড়িয়ে। একটু এগিয়ে গিয়ে দেখা গেল, তাঁদের পাশেই বসে আছেন ডোয়াইন প্রিটোরিয়াস। ধ্যানমগ্ন হয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠে তাকিয়ে ছিলেন এই প্রোটিয়া অলরাউন্ডার। গায়ে বরিশালের অনুশীলন জার্সি। মাত্রই শেষ হলো রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের লিগ পর্বের শেষ ম্যাচ। ঘণ্টাখানেক পরই বরিশাল খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে। বিপিএলে এটাই প্রিটোরিয়াসের প্রথম ম্যাচ। তাঁর আগে খুব মনোযোগে মাঠের এদিক-ওদিক দেখছিলেন। ম্যাচের আগে কল্পনায় হয়তো পরিকল্পনা সাজিয়ে নিচ্ছিলেন। বিপিএল খেলার অভিজ্ঞতাও জানালেন প্রিটোরিয়াস, ভালো লাগছে। নতুন পরিবেশ, ভিন্ন কন্ডিশন। ভালো চ্যালেঞ্জ হতে যাচ্ছে আশা করি। কদিন আগেই অবসর নিয়েছি। এখন ব্যস্ততা এমন লিগ নিয়েই।