সার্ভার হ্যাক করে গাড়ির মালিকানা পরিবর্তন, মূলহোতাসহ আটক ৬

বিশেষ সংবাদ | 5 days ago | CapitalNews
card image

বিআরটিএ-এর সার্ভার হ্যাক করে গাড়ির মালিকানা পরিবর্তন, লাইসেন্স নবায়নসহ বিভিন্ন কাজে গ্রাহকদের কাছ থেকে গত এক মাসে প্রতারণামূলকভাবে কোটি টাকার বেশি সরকারি অর্থ আত্মসাৎ করে চক্রটি। এই চক্রের মূলহোতা কম্পিউটার প্রকৌশলী শাহরিয়ার ও তার অন্যতম সহযোগী আজিমসহ ছয় জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার রাজধানীর কাফরুল, মিরপুর ও গাজীপুর সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ‘বিআরটিএ’এর সার্ভার হ্যাক করে গাড়ির মালিকানা পরিবর্তন, লাইসেন্স নবায়নসহ বিভিন্ন কাজে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে ছয় জনকে আটক করা হয়েছে।

সোমবার (২২ মে) কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।