প্রতিহিংসার বিচারে বন্দি খালেদা জিয়া - মির্জা ফখরুল
রাজনীতি | 1 week ago | CapitalNews
গণতন্ত্রের 'মা’ দেশনেত্রী খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে বন্দি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশ্বের সকল মায়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার রাতে বিবৃতিতে এ কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব সব মায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন, ‘মা’ বিস্ময়কর ও আলোকদীপ্ত একটি শব্দ। মায়ের পরিচর্যাতেই সন্তানদের স্বাভাবিক বিকাশ সাধিত হয়। মায়ের জন্য প্রতিদিনই মা দিবস পালন করা উচিত। জীবনের যে কোনো সাফল্যে মায়ের অবদান অপরিসীম। মা একটি পবিত্র শব্দ, যে ভাষায় তাকে সম্বোধন করা হোক না কেন, সর্বকালে সর্বক্ষেত্রে সৃষ্টির আদিলগ্ন থেকে দেশ ও কালের সীমানা অতিক্রম করেও মায়ের আত্মত্যাগের ভালোবাসার রূপ অনেকটা অভিন্ন। জন্মদাত্রী হিসেবে সকলের জীবনে মায়ের স্থান সবার ওপরে।
মির্জা ফখরুল বলেন, কেবল মায়েরাই সন্তানদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। তিনি সন্তানের জন্য কষ্ট-যাতনা নীরবে সহ্য করেন, অসীম ত্যাগ স্বীকার করেন। মায়ের অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীরই প্রাণ ধারণ করা অসম্ভব। সত্যের জন্য, সম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য মায়ের সান্নিধ্য সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। অনেক শক্তির আধার একজন মা।
বিএনপি মহাসচিব আরও বলেন, যিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় নারী সমাজের অগ্রগতির জন্য অবদান রেখেছিলেন, তা প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে, সেই ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে বন্দি করে রাখা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে মানুষ হিসেবে তার সকল মানবাধিকার। অথচ আর্থিক ও সামাজিক অগ্রগতিতে এ দেশে দেশনেত্রীর অবদান কিংবদন্তিতুল্য। এই মহিমান্বিত দিবসে আমি তার সুস্বাস্থ্য কামনা করছি।
মির্জা ফখরুল বলেন, মা দিবসে আমি দেশের সকল নাগরিককে আহ্বান জানাব—তারা যেন মায়েদের প্রতি যথাযোগ্য সম্মান ও কর্তব্য পালন করেন, কারণ কেবল সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার একমাত্র শর্ত হচ্ছে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতন থাকা।