এবার ব্রাজিলকে হারাল মরক্কো

খেলাধুলা | 2 months ago | CapitalNews
card image

বিশ্বকাপের সেমিফাইনালে উঠা মরক্কোর চমক যেন থামছেই না। বিশ্বকাপের পর এবার ব্রাজিলকে হারিয়ে চমক দিল আফ্রিকার দলটি। তাঞ্জিয়ারে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে তারা।

মরক্কোর হয়ে গোল করেন সোফিয়ান বুফাল ও আবদেলহামিদ সাবিরি। ব্রাজিলের হয়ে এক গোল শোধ দেন অধিনায়ক কাসেমিরো।