৪ বিদ্যুত কেন্দ্রের ট্যারিফ কেনাসহ ১৪টি প্রস্তাব অনুমোদন

বাংলাদেশ | 2 weeks ago | CapitalNews
card image

চারটি বিদ্যুত কেন্দ্রের ট্যারিফ কেনাসহ ১৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। সেখানে রাশিয়া থেকে ৩ লাখ মেট্রিক টন গম এবং বিভিন্ন দেশ থেকে এক লাখ ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া টিসিবির জন্য কেনা হবে ৫০ লাখ লিটার সয়াবিন ও ছয় হাজার মেট্রিক টন মসুর ডাল।এতে মোট ব্যয় হবে ২৩ হাজার ৮২ কোটি টাকা।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আমিন উল আহসান।