বিদ্যুৎ উৎপাদনে এবার সীমাহীন ঋণের সুযোগ

অর্থনীতি ও বাণিজ্য | 2 weeks ago | Capital News
card image

দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় অর্থ সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানিতে ঋণের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ কোনো প্রতিষ্ঠানকে দিতে পারে না। তবে বাংলাদেশ ব্যাংকের গতকালের প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এ সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তুলে নেওয়া হয়েছে।