জীবন ও সম্পদের আর্থিক নিরাপত্তা দেয় বীমা
অর্থনীতি ও বাণিজ্য | 7 months ago | CapitalNews
সম্পদেরও আছে নিরাপত্তাহীনতার ঝুঁকি। জীবন ও সম্পদের আর্থিক নিরাপত্তা দেয় বীমা।
আপনি হয়তো কোটি টাকা বিনিয়োগ করেছেন। গড়েছেন বিলাসবহুল বাড়ি কিংবা কোনো শিল্পপ্রতিষ্ঠান। মুহূর্তেই আগুন তা পুড়িয়ে ছারখার করে দিতে পারে। কষ্টের বিনিয়োগে গড়া এই প্রতিষ্ঠানেও ঘটতে পারে সুযোগ-সন্ধানীর হামলা। এতে ক্ষতি হতে পারে আপনার সম্পত্তির।
রাস্তায় নামানো লাখ টাকার মোটরসাইকেল, কোটি টাকার বিলাসী গাড়ি অথবা আকাশপথে যাত্রীবেশে বিদেশ ভ্রমণ কিংবা সমুদ্রপথে জাহাজে হাজার কোটি টাকার আমদানি-রপ্তানিতেও আছে সীমাহীন ঝুঁকি। মরণঘাতী রোগ কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিতে পারে যে কারও জীবন। এতে কেউ হয়তো বেঁচে থাকবেন, তবে সেটি জীবনভর পঙ্গুত্ব নিয়ে। অর্থাৎ জীবন ও স্থাবর-অস্থাবর সম্পদের কোনো একটি অনিশ্চয়তায় উবে যেতে পারে যে কোনো পরিবারের সব স্বপ্ন-সাধ।
এমন অনাকাঙ্ক্ষিত বিপদ, দুর্যোগে ও দুর্বিপাকে জীবনের এ অনিশ্চয়তা দূর এবং স্থাবর-অস্থাবর সম্পদের ক্ষতি পুষিয়ে পরিবারের স্বপ্নগুলো ফের বাঁচিয়ে রাখার একমাত্র মাধ্যম বীমা সুবিধা, যা আপনার পরিবারে দেবে আর্থিক নিরাপত্তা।
শুধু তাই নয়-একটি কল্যাণমূলক রাষ্ট্রে সমাজের বয়োবৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি নিরসন এবং পেনশন বীমার মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিতেও বীমা হলো একটি কার্যকর ব্যবস্থা। তাই তো বিশ্বের মানুষের জীবন ও সম্পত্তিতে সৃষ্ট এসব ঝুঁকি ব্যবস্থাপনার মতো জটিল কাজ আর্থিক খাতে সমাধান করা হয় একমাত্র বীমার মাধ্যমেই।
এই যখন পরিস্থিতি—তখন দেশে চতুর্থবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস। এবার এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ।
দিবসটি পালন উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো দেশে বীমা খাতের প্রসার ঘটানো।