আরিফিন শুভর হাত ধরে ফিরছেন বিন্দু
বিনোদন | 1 month ago | Capital News
দুই মেরুর দুজন মানুষ। একজন অন্যজনের থেকে একদম বিপরীত। উনিশ-বিশ নয়; তারা যেন উনিশ-উনচল্লিশ। যখন তারা সম্পর্কের বাঁধনে বাঁধা পড়ে, যখন একছাদের নিচে আসে তখন কি হয়? অমিলটাই যেন তাদের মিল! আর বিচ্ছেদটাই যেন তাদের প্রেমের জন্মগাঁথা।
এমনই গল্পে নির্মিত হয়েছে মিজানুর রহমানের ওয়েব ফিল্ম ‘উনিশ২০’। যেখানে দীর্ঘ বছর পর ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রানায়ক আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন আফসান আরা বিন্দু।