প্রভাস কৃতির প্রেম নাকি শুধুই বন্ধুত্ব
বিনোদন | 1 month ago | Capital News
এখন আমরা যে জুটি নিয়ে কথা বলব, সেটি ঠিক নতুন প্রেম এর গল্প নয়। বেশ কিছুদিন আগে দক্ষিণি তারকা প্রভাস আর বিটাউনের উজ্জ্বল মুখ কৃতি শ্যাননের রোমান্সের খবর নিয়ে কানাঘুষা ছিল বলিপাড়ায়।
কিন্তু এখন শুধু প্রেম নয়, খবর যে এই দুই তারকা নাকি বিয়ের পথে এগোচ্ছেন। এ খবর কি আদৌ সত্যি? তা জানা যাক।
ছবির সেটে নায়ক-নায়িকার পরিচয়। প্রথমে বন্ধুত্ব। তারপর রোমান্স। বিটাউনের এ ছবি অন্তত চেনা। কিন্তু খুব কম সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে।
আদিপুরুষ ছবিতে একসঙ্গে কাজ করছেন প্রভাস আর কৃতি। দুজনেই সিঙ্গেল। তাই প্রেমের গুঞ্জনের ধোঁয়া উঠতে বেশি সময় নেয়নি। পর্দার বাইরে তাঁদের রসায়ন এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে।