চ্যাটজিপিটি ঠেকাতে নিজেদের চ্যাটবট আনছে গুগল

প্রযুক্তি | 1 month ago | Capital News
card image

গত বছরের নভেম্বরে ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে আসে। দ্রুতই আলোচনায় আসে এটি, জনপ্রিয়তাও পায়। এবার চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে গুগলও এআইভিত্তিক চ্যাটবট (লিখে লিখে স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর প্রোগ্রাম) আনছে। ৮ ফেব্রুয়ারি পূর্বনির্ধারিত একটি এআই অনুষ্ঠানে গুগল নিজেদের এই চ্যাটবট উন্মুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই গত বছরের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে চ্যাটবট আনার পরিকল্পনার কথা জানান। তখন সুন্দর পিচাই জানান, ২০২২ সালের প্রথম দিক থেকেই গুগল তার এআই চ্যাটবট তৈরি করছে এবং এ নিয়ে গুগলের বড় পরিকল্পনা রয়েছে।