ভোলায় ২৯তম গ্যাসক্ষেত্রের ঘোষণা

বাংলাদেশ | 4 months ago | CapitalNews
card image

ভোলার ইলিশায় নতুন গ্যাসক্ষেত্র পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এটিকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা করা হয়েছে, যা থেকে ৩০ বছর গ্যাস উৎপাদন করা যাবে।

আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জানা গেছে, গ্যাসক্ষেত্রটির গভীরতা ৩ দশমিক ৪৪ কিলোমিটার। কূপে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত প্রথম ড্রিলিং স্টেম পরীক্ষায় দেখা গেছে, গভীর স্তরে এর চাপ প্রায় ৩৫০০ পিএসআই এবং গ্যাসপ্রবাহ দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট। এ কূপ থেকে গ্যাস উৎপাদন বাণিজ্যিকভাবেও লাভজনক হবে বলে মনে করে বাপেক্স।

বাপেক্স জানিয়েছে, নতুন এই ক্ষেত্রটিতে ১৮০ থেকে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আছে।