গ্যাসে স্বস্তি, রাজধানীসহ সারা দেশে লোডশেডিং
বাংলাদেশ | 4 months ago | CapitalNews
চট্টগ্রামে দুই দিনের দুর্ভোগ শেষে গতকাল সোমবার দুপুর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুরুতে গ্যাসের চাপ কম থাকলেও সন্ধ্যার পর বাড়তে থাকে। বিদ্যুৎকেন্দ্রগুলো গ্যাস না পাওয়ায় গতকালও সারা দেশে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল। এ কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ঘন ঘন লোডশেডিং হয়েছে।
এদিকে বাসাবাড়িতে গ্যাস পাওয়া গেলেও সিএনজি রিফুয়েলিং স্টেশনে পুরোদমে গ্যাস না পাওয়ায় গতকালও নগর পরিবহনে সংকট ছিল। নগরের আগ্রাবাদ, দেওয়ানহাট, টাইগারপাস, নিউ মার্কেট, অক্সিজেন, ২ নম্বর গেট, ওয়াসাসহ আরো কয়েকটি সড়ক ও এলাকা ঘুরে দেখা যায়, সিএনজিচালিত বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা, অটো টেম্পোসহ বিভিন্ন যানবাহন চলাচল কম ছিল।
ঘূর্ণিঝড় মোখার কারণে গত শুক্রবার রাত থেকে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এতে ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সংকট দেখা দেয়।
চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের বাসিন্দা মোহাম্মদ মহসিন গতকাল বিকেল ৪টার দিকে কালের কণ্ঠকে বলেন, ‘আজ (গতকাল) দুপুর ১২টার পর যখন গ্যাস ধীরে ধীরে আসা শুরু করে তার আগেই কাঠ জ্বালিয়ে দুপুরের রান্না করেছে আমার স্ত্রী। লাইনের চুলায় গ্যাস সরবরাহ না থাকায় দুই দিন অনেক কষ্ট করতে হয়েছে।’
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার গত রাতে কালের কণ্ঠকে বলেন, দুটি টার্মিনালের মধ্যে একটি টার্মিনাল আজ (গতকাল) দুপুরে চালু করা হয়েছে। এটি থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। আরেকটি টার্মিনাল আগামী সপ্তাহের শুরুতেই চালু করা হবে বলেও তিনি জানান।
গ্যাসের সংকটে চট্টগ্রাম অঞ্চলের গ্যাসভিত্তিক সব বিদ্যুৎকেন্দ্রসহ মেঘনাঘাট, হরিপুর, সিদ্ধিরগঞ্জ এলাকাসহ বিভিন্ন এলাকায় গ্যাসচালিত বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র গতকালও বন্ধ ছিল। এ কারণে সারা দেশে প্রায় তিন হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং করতে হয় দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কম্পানিকে। এ জন্য গতকালও ঢাকা, চট্টগ্রামসহ প্রায় সারা দেশেই ঘন ঘন লোডশেডিং হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ২০০ মেগাওয়াট, উৎপাদন হয় ৯ হাজার ৯৮৪ মেগাওয়াট। এ সময় বিদ্যুতের ঘাটতি ছিল দুই হাজার ২১৬ মেগাওয়াট।
জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল ইসলাম গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে কালের কণ্ঠকে বলেন, আজ (গতকাল) এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বন্ধ থাকা পাইপে গ্যাসের চাপ আসতে কিছু সময় লাগছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।