বিশ্বের দ্রুততম প্রসেসর আনল ইন্টেল

প্রযুক্তি | 1 month ago | Capital News
card image

বাজারে বিশ্বের দ্রুততম প্রসেসর নিয়ে এসেছে ইন্টেল। যার মডেল কোর আই৯-১৩৯০০কেএস। অন্যান্য প্রসেসর থেকে পাওয়ার ও টার্বো স্পিডের দিক থেকে নতুন এই প্রসেসর অধিক উন্নত। ৬.০ গিগাহার্টজ টার্বো ফ্রিকোয়েন্সি সমর্থন করায় এই প্রসেসর বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম ডেস্কটপ প্রসেসরের খেতাব পেয়েছে। মূলত ডেস্কটপে ভারী লোডিং কাজের জন্য এই নতুন প্রসেসর। ইন্টেলের নতুন এই প্রসেসরে রয়েছে ৩৬ এমবি ইন্টেল স্মার্ট ক্যাশ এবং ২০টি পিসিএলই লেনসহ ২৪টি কোর রয়েছে। নতুন চিপের সিপিইউ ইন্টেলের থার্মাল ভেলোসিটি বুস্ট প্রযুক্তি ব্যবহার করে ওভারক্লকিং ছাড়াই সর্বাধিক ৬.০ গিগাহার্টজ টার্বো ফ্রিকোয়েন্সিতে ক্লক করতে পারবে। যার ফলে লেটেস্ট প্রসেসরটি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি আউট-অফ-দ্য-বক্স পারফরমেন্সে দেবে।