মেট্রোরেলে পল্লবী থেকে উত্তরা-আগারগাঁও, যত টাকা ভাড়া
বাংলাদেশ | 1 month ago | Capital News
এবার যাত্রীরা খুব সহজে ও স্বল্প সময়ে পল্লবী থেকে উত্তরা ও আগারগাঁও পর্যন্ত যাতায়াত করতে পারবেন।
এ নিয়ে তিনটি স্টেশনে থামছে মেট্রোরেল। এ স্টেশন চালুর পর মিরপুর, বেনারসি পল্লী, মিরপুর ১২, মিরপুর সাড়ে ১১, পুরবী এলাকার মানুষও মেট্রোরেলের সুবিধা পাবেন।
তবে উত্তরা থেকে পল্লবী পর্যন্ত যাতায়াত করতে যাত্রীদের ভাড়া গুনতে হবে ৩০ টাকা।
একইভাবে পল্লবী থেকে আগারগাঁও যাতায়াতেও সমপরিমাণ ভাড়া দিতে হবে যাত্রীদের।