রাতেই ঘোষণা দিয়ে পাকিস্তান-আফগানিস্তানে রোজা শুরু

বিশ্ব | 2 months ago | CapitalNews
card image

পাকিস্তান ও আফগানিস্তানে বুধবার রাতে রমজান মাসের চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়েছে। কাজেই দেশ দুটিতে বৃহস্পতিবার থেকে রোজা পালন করছেন মুসলিমরা।

জিওনিউজের খবরে বলা হয়, পাকিস্তানের রুইত-ই-হিলাল কমিটি রাত ১০টার দিকে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ভাওয়ালপুরসহ আরও কয়েকটি জেলায় চাঁদ দেখা গেছে বলে কমিটির চেয়ারম্যান আবদুল খুবাইর আজাদ জানান। যদিও লাহোর, সিন্ধু, কোয়েটায় স্থানীয়ভাবে চাঁদ না দেখতে পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় রুইত-ই-হিলাল কমিটি।

এদিকে আফগানিস্তানে স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে চাঁদ দেখার ঘোষণা দিয়েছে তালেবান সরকার।

তালেবানের কেন্দ্রীয় মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক টুইটে জানান, সুপ্রিমকোর্টের সিদ্ধান্ত অনুসারে চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণযোগ্য হয়েছে। তাই বৃহস্পতিবার থেকেই আফগানিস্তানে রোজা শুরু হবে।

এদিকে বাংলাদেশ ও ভারতের আকাশে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার রোজা শুরু হবে।