নিজের গবেষণা নিজেই মূল্যায়ন করে পেলেন পদোন্নতি

বাংলাদেশ | 2 months ago | CapitalNews
card image

পিএইচডি গবেষণার প্রবন্ধগুলো যাচাই করা হয় বিভাগের পরিকল্পনা কমিটির সভায়। অথচ সেই সভায় সুপারভাইজার আর প্রার্থী ছাড়া পরিকল্পনা কমিটির আর কোনও সদস্য ছিলেন না। যদিও পরিকল্পনা কমিটির সদস্যদের দেওয়া নম্বরের ভিত্তিতেই প্রার্থীকে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি আছমা আক্তারের পদোন্নতির বিষয়ে এ অভিযোগ করেছেন বিভাগের শিক্ষকরাই।