সায়েন্স ল্যাবে বিস্ফোরণে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

বাংলাদেশ | 2 months ago | CapitalNews
card image

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র নুরনবী (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মৃত্যু হয় তার।

এ নিয়ে সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে।

ঢামেকের আইসিইউর প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন এ মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সায়েন্স ল্যাবের ঘটনায় আহত ঢাবি শিক্ষার্থী মারা গেছেন। ঘটনার দিন থেকেই তিনি আইসিইউতে ছিলেন।