কম বয়সীরাও হজ করতে পারবে

ইসলাম | 2 months ago | CapitalNews
card image

লতি হজ মৌসুমে যাত্রীদের নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ১২ বছরের কম বয়সীরাও পবিত্র হজ পালন করতে পারবে।

রাজকীয় সৌদি সরকারের ঘোষণার উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (২০ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

চলতি মৌসুমে ১২ বছরের নিচের বয়সীদের হজ করতে নিষেধাজ্ঞা দিয়েছিল রাজকীয় সৌদি সরকার।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

গত ৯ জানুয়ারি রাজকীয় সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী, চলতি মৌসুমে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন।