হোয়াটসঅ্যাপের ভয়েস স্ট্যাটাস সুবিধা এবার আইফোনে
প্রযুক্তি | 6 days ago | Capital News
আইফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস স্ট্যাটাস পোস্ট করার সুযোগ চালু করেছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালুর ফলে মুখের কথায় হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করা যাবে। এ ছাড়া ছবিতে থাকা লেখা শনাক্তসহ সম্পাদনাও করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা।
নতুন এ সুবিধা চালুর ফলে আইফোন ব্যবহারকারীরা এখন হোয়াটসঅ্যাপে ভয়েস নোট রেকর্ড করে তা স্ট্যাটাস হিসেবে পোস্ট করতে পারবেন। ভয়েস রেকর্ডের জন্য স্ট্যাটাস ট্যাব থেকে কথা রেকর্ড করা যাবে। ফলে কথা রেকর্ডের জন্য বাড়তি কোনো ঝামেলা করতে হবে না।
চ্যাট অপশনে থাকা ভয়েস নোটও স্ট্যাটাস হিসেবে ব্যবহার করা যাবে। তবে চাইলেই ইচ্ছেমতো কথা ভয়েস স্ট্যাটাসে পোস্ট করা যাবে না। আপাতত সর্বোচ্চ ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ভয়েস স্ট্যাটাস পোস্টের সুযোগ মিলবে হোয়াটসঅ্যাপে।
নতুন এ সুবিধা চালুর পাশাপাশি ছবিতে থাকা লেখা নির্বাচন করতে পারবেন আইফোনের ব্যবহারকারীরা। শুধু তা–ই নয়, ছবিতে থাকা লেখা সম্পাদনাও করা যাবে। হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণে এসব সুবিধা মিলবে।