মাইক্রোসফটের চেয়ারম্যানও টাকা ঢাললেন ক্রিকেটে

বিশ্ব | 5 days ago | Capital News
card image

যুক্তরাষ্ট্রের প্রথম পেশাদার টি–টোয়েন্টি লিগে দল কিনেছেন মাইক্রোসফটের চেয়ারম্যান ও সিইও সত্য নাদেলা। তাঁর দলের নাম সিয়াটল ওরকাস। নাদেলার সঙ্গে সিয়াটলের মালিকানায় যুক্ত হয়েছে ভারতের জিএমআর গ্রুপ, যারা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক।

বৃহস্পতিবার জিএমআর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম কর্তৃক সিয়াটলের মালিকানার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সত্য নাদেলার ক্রিকেটে বিনিয়োগের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) যুগ্ম প্রতিষ্ঠাতা সমীর মেহতাসহ একাধিক ভারতীয় উদ্যোক্তা–সংগঠকদের সূত্রে ক্রিকেটে যুক্ত হন তিনি।

ভারতের হায়দরাবাদে জন্ম নেওয়া নাদেলা ২০১৪ সাল থেকে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদেও আছেন ৫৫ বছর বয়সী এই প্রভাবশালী ব্যক্তিত্ব।