রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়াটা খুবই দুঃখজনক - চীনা রাষ্ট্রদূত

বিশ্ব | 1 week ago | Capital News
card image

মিয়ানমারে শিগগির প্রথম ধাপে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে বলে আশা করছে চীন।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ মঙ্গলবার চীনা দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে এক সংলাপে এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি কোনো তারিখ উল্লেখ না করলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জুনে শুরু হওয়া বর্ষার আগেই ১ হাজার রোহিঙ্গার একটি দলকে মিয়ানমারে প্রত্যাবাসন করা হতে পারে।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চীন মধ্যস্থতা করার পরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়াটা খুবই দুঃখজনক। তবে করোনা মহামারি এবং মিয়ানমারে সামরিক শাসক ক্ষমতায় আসার কারণে প্রক্রিয়াটিকে দ্রুত এগোয়নি।

চীনের রাষ্ট্রদূত বলেন, আমরা রোহিঙ্গা সংকট সমাধানে সাহায্য করতে কখনোই হাল ছাড়ব না।