কম দামে সুইজারল্যান্ড থেকে এলএনজি কিনছে সরকার
অর্থনীতি ও বাণিজ্য | 1 week ago | Capital News
দেশে দীর্ঘদিন ধরেই জ্বালানি সংকট চলছে। দেশে দৈনিক প্রায় ৪০০ কোটি ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে বর্তমানে কমবেশি ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে ৪০-৪২ কোটি ঘনফুট এলএনজি থেকে রূপান্তরিত গ্যাস। যদিও দৈনিক ১০০ কোটি ঘনফুট এলএনজি রূপান্তরের সক্ষমতা রয়েছে বাংলাদেশের।
কিন্তু এতদিন অভ্যন্তরীণ উৎপাদন হ্রাস পাওয়ার পাশাপাশি বন্ধ ছিল এলএনজি আমদানিও। এখন সেই আমদানি জটিলতার অবসান ঘটেছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকার এ খাতের পণ্য আমদানিতে প্রয়োজনীয় ডলার খরচে প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় জাপানের পর এবার সুইজারল্যান্ড থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটি থেকে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
মাস্টার সেল অ্যান্ড পার্চেজ অ্যাগ্রিমেন্ট বা মিলিত বিক্রয়-ক্রয় চুক্তিতে (এমএসপিএ) স্বাক্ষর করা প্রতিষ্ঠান থেকে কোটেশন সংগ্রহ করে ওই এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রতি এমএমবিটিইউ এলএনজি আমদানিতে খরচ ধরা হয় ১৬ দশমিক ৫০ ডলার।